উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে চান

 


ভারতীয় সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে 'অনীহা' দেখালেও, দেশের উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে স্বদেশে পাঠানো হোক।

সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের 'মুড অব দ্য নেশন' জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে প্রশ্ন করা হয়—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?

জরিপের জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ জানান, শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া সঠিক ছিল। পুরো ভারতের ৩৭.৬ শতাংশ মানুষও এই মত প্রকাশ করেন।

তবে, বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে ৫৫ শতাংশ উত্তরপূর্বাঞ্চলীয় নাগরিক মনে করেন, শেখ হাসিনাকে এখন ফেরত পাঠানো উচিত।

অপরদিকে, ২১.১ শতাংশ ভারতীয় জনগণ চান, শেখ হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক।

এছাড়া, পুরো ভারতের আরও ২৯ শতাংশ মানুষ চান, শেখ হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান তাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হোক।

অপরদিকে, উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এই মতামতের পক্ষে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ‍মুখে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ওইদিন তিনি ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান এবং এরপর থেকে সেখানে অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ পক্ষ থেকে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments