সরকার থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

 


নতুন দলের দায়িত্ব গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভায় তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দলের নেতৃত্ব গ্রহণ করবেন নাহিদ ইসলাম।

Post a Comment

0 Comments