উত্তরায় এক দম্পতির ওপর রামদা দিয়ে প্রকাশ্যে হামলা, ভিডিও ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়।
![]()  | 
| ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষের ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করছেন দুজনছবি: ফেসবুকে ছড়ানো ভিডিও থেকে নেওয়া | 
একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করেছে। হামলার সময় তাঁরা বাঁচার জন্য চিৎকার করছিলেন। এই ঘটনাটির ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে হামলাটি ঘটে। ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের নাম মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।
পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তাঁরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।
ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তাঁরাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া
মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।

0 Comments