নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী দোলনা গ্রেপ্তার

 


নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার গ্রেপ্তার হয়েছেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে দোলনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিজের গ্রামের বাড়িতে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


Post a Comment

0 Comments