বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইংরেজিতে দলের নাম হবে ‘National Citizens Party’ (NCP)। দলের শীর্ষ নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। আজ, শুক্রবার, বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা দেওয়া হবে।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। নির্দেশনাগুলো হলো—
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের মূল মঞ্চের পেছনে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া পাস বিতরণ করা হবে।মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে মিডিয়া পাস দেখাতে হবে।
দুপুর ১২টার পর শুধুমাত্র মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ (আড়ংয়ের দিকে) দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে।
দুপুর আড়াইটার মধ্যে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।

0 Comments