শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়, আমাদের সংগ্রাম চলবে"—এই মন্তব্যটি করেছেন শামা ওবায়েদ।

 

সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ, এমন মন্তব্য করে বিএনপির ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, “শেখ হাসিনা চলে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। দুর্নীতিবাজ সিন্ডিকেট এখনও সক্রিয়, এবং তারা ইউনূস সাহেবের চারপাশে ঘুরঘুর করছে। এ কারণেই বাজারে দ্রব্যমূল্য কমছে না।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, "বিএনপির নেতৃত্বে ১৭ বছর ধরে যে সংগ্রাম চলছে, তা অব্যাহত থাকবে, যতদিন না আমরা একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আমাদের লক্ষ্য একটি নতুন, সুন্দর বাংলাদেশ গড়ার।"

ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, "এই পাঁচ বছরে একটি ভোটও আমরা দিতে পারিনি। বিএনপি সংস্কারের প্রথম ধাপ হিসেবে ২৭ দফা ঘোষণা করেছিল, যা এখন ৩১ দফায় রূপান্তরিত হয়েছে।

তবে যে সংস্কার আমরা চাই, তা আমাদের নিজস্ব উদ্যোগে হবে,"—এমন মন্তব্য করে শামা ওবায়েদ সতর্ক করে বলেন, "সংস্কারের নামে যদি কোনো ধরনের কালক্ষেপণ করা হয়, তাহলে শেখ হাসিনা বিদেশে বসে ডায়ালগ মারতে থাকবে, আর তার দোসররা ষড়যন্ত্র করবে।"

তিনি আরো বলেন, "শরীয়তপুরবাসী, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে মিশে ষড়যন্ত্র করতে চায়।

তিনি বলেন, "তারা আপনাদের ফোন করে, কথা বলে, কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। শরীয়তপুর বিএনপি শক্তিশালী, ঐক্যবদ্ধ থাকলে শরীয়তপুর হবে তারেক রহমানের ঘাঁটি।"

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মাশুকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক, বিএনপি; সেলিমুজ্জামান সেলিম, সহসাংগঠনিক সম্পাদক, বিএনপি; মহিউদ্দিন আহমেদ জিন্টু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি; তাহমিনা আওরঙ্গ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা বিএনপি, এবং অন্যান্য নেতাকর্মীরা।


Post a Comment

0 Comments